রিপন মারমা রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা
যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে পরিবার ভিত্তিক কর্মসংস্থান ঋন কর্মসূচির আওতায় সুবিধাভোগী সদস্য / সদস্যার মাঝে যুব ঋন বিতরণ করা হয়েছে।
১৩ (মার্চ) দুপুর সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন সভাপতিত্বে উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাং শাহজাহান। এ সময় তিনি বলেন,নিজের পুঁজির সাথে যুব ঋণের সমন্বয় ঘটিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। এ সময় আরো বলেন,যুব উন্নয়ন অধিদপ্তর মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। কাপ্তাই উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলম, প্রমুখ।
সুবিধাভোগীরা হচ্ছে আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, পারভীন আকতারসহ অনুষ্ঠানে ২৫ জন সুবিধাভোগীর মাঝে প্রতি জনকে ৩০,০০০/- টাকা করে সর্বমোট ৭,৫০,০০০/- ঋণ বিতরন করা হয়।