সাতক্ষীরা প্রতিনিধি :
জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে সারাদেশের ন্যায় সাতক্ষীরাও এনআইডির সেবা সহ সকল ধরনের কার্যক্রম ২ ঘন্টা বন্ধ ছিল।
বৃহস্পতিবার(১৩ মার্চ)সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে এই কর্মবিরতি পালন করেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজন অনুষ্ঠিত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে অফসার্স এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাচন অফিসার মো.নাদিরুজ্জামান সহ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এস এম হাবিবুল হাসান