সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন একটি ক্লিনিক সিলগালা ও একটি মামালায় ক্লিনিক মালিকের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার সংলগ্ন কলাপাটুয়া গ্রামের স্থানীয় জরিনা ক্লিনিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুপাইর এলাকার মাসুদ মোল্লার অন্তসত্বা স্ত্রী মানসুরা (৩৫) প্রসবজনিত সমস্যা নিয়ে জরিনা ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের পরিচালনাকারী জাকিয়া বেগমের ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ মোল্লা গাজীপুর সিভিল সার্জন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের ও স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন কর হয়। তাদের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ক্লিনিক মালিক জাকিয়া বেগম(৪৫)কে ৮০ হাজার টাকা জরিমানা এবং অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করেন। অর্থদন্ডপ্রাপ্ত জাকিয়া বেগম(৪৫) উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের জসিমউদ্দিনের স্ত্রী ও পার্শবর্তী কলাপাটুয়া গ্রামের মৃত সামশুদ্দিন শেখের কন্যা ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, “অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবো”
সামসুল হক জুয়েল