চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার ৭ই মার্চ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী ।
এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, একটি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য । তবে সেই ভূমিকা হতে হবে সত্য, ন্যায় ও জনগনের পক্ষে । বিগত সময়ে বিভিন্ন কারনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদীকতা দেশের জনগনের কল্যাণের বিপক্ষে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি । তাই বর্তমানে সকল সাংবাদিকদের সকল প্রকার প্রতিবন্ধকতা ও হীনম্মন্যতা কাটিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ।