মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক কাইয়ূম মোল্যা (২৭) নামের এক যু্বক নিহত হয়েছেন। অপরদিকে ট্রাক ও সিএনজির চালক ও যাত্রীসহ ৮ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এবিসি মৎস খামার সংলগ্ন সিংগাইর- মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মোল্যার বাড়ী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর- ভাকুম গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মোল্যার ছেলে। আহতরা হলেন, হরিরামপুর উপজেলার ঝিটকা সোনাকান্তা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫), একই উপজেলার গোপালপুর গ্রামের অনিল দত্তের ছেলে সঞ্চয় কুমার দত্ত(৬০) ঢাকার গ্রীন রোডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে আলমগীর কবির সরকার (৩৫), ময়মনসিংহ জেলার ইসাগঞ্জের সুজন মিয়ার ছেলে মোশাররফ (৩৫), সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের উছমানের ছেলে রিপন(৪০) একই গ্রামের শেখ আমের আলীর ছেলে ওমর আলী (৫৮), সাভার উপজেলার আড়াপাড়া এলাকার গফুর বিশ্বাসের ছেলে মামুন (৪২) ও ময়মনসিংহ জেলার হাবিবুর রহমানের ছেলে মেহেদী (২৭)।
স্থানীয়রা জানান, উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এবিসি ইটভাটার সংলগ্ন হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী (পিরোজপুর ট-১১-০৩৫৬) ট্রাকটি ওই এলাকায় পৌঁছলে এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৩-৬৬২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২টি ট্রাকের সামনে দুমড়ে-মুচরে যায়। র্দূঘটনার সময় মানিকগঞ্জগামী ট্রাকের পিছনে থাকা সিএনজি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচরে যায়। এসময় পিকআপের চালক কাইয়ুম মোল্যা ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। র্দূঘটনার পর ঘটনাস্থলর প্রায় ১ ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন ও ২টি ট্রাক ১টি সিএনজি জব্দ করেন।
সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকার জানান,সড়ক র্দূঘটনায় ১ জনের মৃত্যের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।