কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে সাদিয়া আফরিন (২০) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) দিবাগত রাত আনুমানিক পোনে এগারোটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাসি গ্রামের আশরাফুল আলমের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ-বিষয়েথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবতী একটি ছেলেকে ভালোবাসতো। প্রেমে ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।