সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘ ১২ বছর ধরে দখলে থাকা সরকারি রাস্তা অবশেষে উন্মুক্ত হলো। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকায় রাস্তার দখল উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়। প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান,’ব্রাহ্মণবাজার-ভাটেরা-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে পশ্চিম সিংগুর, নয়াবাগান ও সিংগুর পুঞ্জির মানুষের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টু এক যুগ ধরে দখলে রেখেছিলেন। তিনি রাস্তার প্রবেশমুখে গেইট দিয়ে তালাবদ্ধ করে নিজের ব্যক্তিগত রাস্তা হিসেবে ব্যবহার করতেন’।
তবে প্রশাসনের পদক্ষেপের পর যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টু দাবি করেন,’তিনি বিকল্প একটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন এবং নিজের বাগানের নিরাপত্তার জন্য গেইট দিয়েছিলেন। তবে প্রশাসনের নির্দেশে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে’।
উপজেলা প্রশাসন জানিয়েছে,’রাস্তাটি সরকারি হওয়ায় এটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সেখানে সরকারি সাইনবোর্ড লাগানো হবে’।