মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে সাদিপুর বাদশা কান্দি গ্রামের তারামিয়া লপ্তির ছেলে আরিফ লপ্তি (৩৫) গত বৃহস্পতিবার বিশই ফ্রেব্রুয়ারি এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
নারীর স্বামী পেশায় একজন ভ্যানচালক,প্রতিদিনের মত ঘটনার দিন রাত ৩ ঘটিকায় কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়।
আরিফ লপ্তির বাড়ি ও ঐ গৃহবধূর বাড়ি একই গ্রামে হওয়ায় সে বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলো গৃহবধূর উপর এর পর গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিট পরে আরিফ দরজায় কড়া নাড়ে ভিকটিম মনে করে তার স্বামী আসছে তাই ভেবে দরজা খুলতেই আরিফ লপ্তি তার মুখ চেপে গলায় ছুরি ধরে ঘরে ঢুকে পড়ে।
ঘরে তখন তার ২ বছরের অবুঝ শিশু ঘুমিয়েছিল অভিযুক্ত আরিফ লপ্তি তখন শিশুটির গলায় ছুরি ধরে ভিকটিম কে বিবস্ত্র করে এবং প্রায় ঘন্টা ব্যাপি জাবরদস্তি করে ভোরের আলো ফুটে ওঠার আগেই সেখান থেকে পালিয়ে যায়।
সকালে তার স্বামী বাসায় ফিরলে ওই নারী সব কিছু খুলে বললে তারা থানায় এসে অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে আজ সকালে এস আই রেনুকার নেতৃত্বে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়।
অভিযুক্ত আরিফ লপ্তি এর আগেও বিভিন্ন সময়ে অনৈতিক কাজের সাথে লিপ্ত ছিল, গ্রামবাসী তাকে দুই বছর আগে এলাকা থেকে বিতাড়িত করে।
তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন সময়ে নারীদের উত্যক্ত করার অভিযোগও রয়েছে।