ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ এস এম সালেহ আহমেদের সাথে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন—
- বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আবদুল খালেক,
- বাংলাদেশ কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান,
- বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি মোঃ মাহে আলম,
- বাংলাদেশ ১৭-২০ তম গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম এবং
- সচিবালয়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আলোচনা করা হয় সচিবালয়ের নিয়োগবিধি প্রণয়ন, বাহিরে বদলি এবং নিয়োগবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া সংগঠনগুলোর পেশ করা দাবির ব্যাপারে আলোচনাও হয়। সভায় মাননীয় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আশ্বস্ত করেন যে, তিনি দাবি বাস্তবায়নে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখবেন।
এছাড়া উর্দ্ধতন কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শাহজাহান সিরাজ