নীলফামারী প্রতিনিধি :
চীনের উপহারে নির্মিতব্য এক হাজার শয্যার হাসপাতালের সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠ পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বুধবার দুপুর সাড়ে ৩টায় প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আকতার, ছাত্র প্রতিনিধি সাইয়েদুজ্জামান বাবুসহ অনেকে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, “চীন সরকার চায় হাসপাতালটি ঢাকায় হোক। তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চান, এটি রংপুর বিভাগে হোক যাতে উত্তরাঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়। তিনি কোনো নির্দিষ্ট জেলার কথা বলেননি। সেই প্রেক্ষিতে নীলফামারীর এই স্থানটির প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি মূলত রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে এসেছি। যেহেতু রংপুর বিভাগে এসেছি, তাই প্রস্তাবিত স্থানটি দেখে গেলাম। এটি কতটা উপযুক্ত, তা পর্যালোচনা করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেকনিক্যাল টিম। আপনারা দোয়া করুন, যেন হাসপাতালটি নীলফামারীতেই স্থাপিত হয়।”