সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল। তিনি পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি।
রবিবার (২০ এপ্রিল) ১২টায় বিদ্যালয়ের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ জাকিউল আলম ডুয়েল, অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক পৌর বিএনপির আহবায়ক মতিউর রহমান মতিন, পৌর বিএনপি নেতা রোস্তম আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল কমিশনার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, উপজেলা জাসাস নেতা মুক্তি মন্ডল, পৌর জাসাসের সভাপতি আব্দুল মমিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক জিয়া, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সিয়াব, সাধারণ সম্পাদক মানিক হিরা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহবায়ক মামুন আব্দুল কাইয়ুম সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।