শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
“এটি শুধু রাস্তা নয়, আমাদের বাঁচার পথ”—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শতভাগ মনিপুরী মুসলিম অধ্যুষিত গ্রাম পশ্চিম কান্দিগাঁও-এর কয়েকজন তরুণ এমনই ক্ষোভ ও প্রত্যয় নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তায় নেমেছেন।
আদমপুর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া পশ্চিম কান্দিগাঁও সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েকশ মানুষ যাতায়াত করলেও সংস্কারের অভাবে এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে যাওয়া সড়কে স্কুলগামী শিশুরাও হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে কোমর পর্যন্ত।
উন্নয়নের আশায় এ বছরের শুরুতে স্থানীয়রা উপজেলা পরিষদে লিখিত আবেদন জমা দেন। কিন্তু কাজ শুরু না হওয়ায় হতাশ হয়ে এবার নিজেরাই কোদাল, টুকরি নিয়ে নেমে পড়েছেন মেরামতে। গত দুই দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবীণ ও তরুণরা একত্রে কৃষি জমি থেকে মাটি এনে সড়কটি সংস্কার করছেন। এতে করে আপাতত হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে, যদিও বৃষ্টিতে আবার তা কাদায় পরিণত হয়েছে।
গ্রামের প্রবীণ লেখক ও মনিপুরী ভাষার গবেষক হাজী আব্দুস সামাদ বলেন, “এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না। আমরা না দেখলে কে দেখবে?”
আর এক প্রবীণ বাসিন্দা আব্দুল কাদির বলেন, “দীর্ঘদিন অবহেলিত এ রাস্তায় আজও কারো নজর পড়েনি। এখন গ্রামবাসীই দায়িত্ব নিয়েছে।”
তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে টেকসই উন্নয়নের দাবি জানান।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এ বিষয়ে জানান, “রাস্তাটি আগে একাধিকবার সংস্কার করা হলেও বন্যার কারণে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়েই কাজ শুরু হবে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকে আর কষ্ট করতে হবে না।”