মোঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুরে মানবিক ও সামাজিক সংগঠন ‘প্রেরণা’র উদ্যোগে “দুর্নীতির বিরুদ্ধে প্রেরণার দৃষ্টিভঙ্গি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় শহরের গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ‘প্রেরণা’ সংগঠনের সভাপতি শামসুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মন্দিরের পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। আলোচনায় অংশগ্রহণ করেন ‘আমার জুগনীদহ’ সংগঠনের সভাপতি মোল্লা আব্দুল্লাহ আল মেহদী, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি বাবুল আকতার খান, শাহদৌলা মাজার মসজিদের খতিব মোঃ আলী আকবর, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ঘোষগাঁতী শিব মন্দিরের পুরোহিত সবুজ আচার্য্য, বাঘাবাড়ী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনসার আলী।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শুধুমাত্র শিক্ষা প্রদানেই মনোনিবেশ করা উচিত, বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, বিচারব্যবস্থা ও সরকারি সেবায় ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
সমাপনী বক্তব্যে প্রেরণার সভাপতি শামসুল হক বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে হলে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম আরও বেগবান করা হবে।”