সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ও কাজলা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। সোমবার (৭ জুলাই) তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ কর্মসূচির পাশাপাশি নদীভাঙনপ্রবণ এলাকাও পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, লিটন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান বকুল, যুবদল নেতা মোস্তফা মামুন, রেজাউল করিম কমল ও রুবেল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এই সময় সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং নদীভাঙনের ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।