মোঃ আছাদুজ্জামান মিয়া, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিদদী ইউনিয়নের মাধবপুর গ্রামের আগলাপাড়া এলাকায় নতুন রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এতে করে এলাকার কৃষকসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান হয়েছে।
সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে রাস্তার এই উন্নয়নকাজ বাস্তবায়ন করেন মাধবপুর ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ কুব্বাত মিয়া।
স্থানীয় কৃষকদের মতে, নতুন এই রাস্তা নির্মাণের ফলে ফসল পরিবহনে যেমন সুবিধা হয়েছে, তেমনি আশপাশের গ্রামগুলোর শত শত মানুষ এখন সহজেই যাতায়াত করতে পারছেন।
ওয়ার্ড মেম্বার কুব্বাত মিয়া বলেন, “আমি আগেই এলাকাবাসীকে কথা দিয়েছিলাম রাস্তা করব। কথা রাখতেই নিজের অর্থে এই কাজটি সম্পন্ন করেছি। মানুষের উপকার হয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া।”
এ বিষয়ে মাধবপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, “দীর্ঘদিন আমরা খারাপ রাস্তায় চরম দুর্ভোগ পোহাতাম। এখন সেই কষ্টের অবসান হয়েছে। মেম্বার সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ।”