গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামে জমিতে হালচাষের সময় আকস্মিক বজ্রপাতে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জুয়েল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে জুয়েল নিজের ও আশপাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তিনি অন্যের জমিতে ট্রাক্টর চালাচ্ছিলেন। হঠাৎ একটি বজ্রপাত তার গায়ে আঘাত করলে তিনি ট্রাক্টর থেকে ছিটকে পড়েন।
বজ্রপাতের কারণে চালু ট্রাক্টরটি পাশের রাস্তার দিকে চলে গিয়ে একটি স্থানে জোরে ধাক্কা খায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে গিয়ে জুয়েলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।