শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৪০টি কোচ মেরামতের কার্যক্রম চলছে। এরইমধ্যে ১০০টি কোচ পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো ৩১ মে’র মধ্যে হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে।
রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদ উপলক্ষে পার্বতীপুর-জয়দেবপুর রুটে দুটি ঈদ স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত কাজের বাইরেও অতিরিক্ত ১৪০টি কোচ মেরামত করা হচ্ছে।
কারখানার ৩,২২০ জন অনুমোদিত জনবল থাকলেও বর্তমানে মাত্র ৮৫৪ জন কর্মরত রয়েছেন। এর মধ্যেই মাত্র ২৫% জনবল দিয়ে অতিরিক্ত এই কোচ মেরামতের কাজ চলছে। শ্রমিক-কর্মচারীরা ওভারটাইম করে অতিরিক্ত পরিশ্রম দিয়ে কোচগুলো প্রস্তুত করছেন।
কারখানার ক্যারেজ সপ ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, অচল পুরাতন কোচগুলোকে পুনঃনির্মাণ করে সচল করা হচ্ছে। কাঠামো সংস্কার, ট্রলি ও চাকার মেরামত, আসন বিন্যাস ও সাজসজ্জা শেষে রঙকরণ কাজ চলছে পেইন্ট সপে।
প্রকৌশলী রুহুল আমীন জানান, “জরাজীর্ণ কোচগুলোকে কার্যকর করে ঈদে যাত্রীবাহী ট্রেনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। নানা সংকটের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান।”
শ্রমিকরা জানান, “জনবল ও মালামালের ঘাটতি থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা অতিরিক্ত শ্রম দিয়ে কাজ করছি। আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনাও দেওয়া হচ্ছে।”
রেল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে এবারের ঈদে রেলপথে যাত্রীরা পাবেন বাড়তি স্বস্তি ও সুবিধা।