নওগাঁ প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান:
নওগাঁর মান্দা উপজেলার লিজকৃত আন্দাসুরা বিল-এ অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী।
বুধবার (২১ মে) বিকাল ৬টায় চাকদহ (চৌয়াপুর) দুর্গাপুর ও খাগড়া সহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ “স্থানীয় এলাকাবাসী” ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন। এতে অংশগ্রহণ করেন প্রায় ৫০০ জন মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা বলেন, এই বিলের ওপর নির্ভর করে কয়েক হাজার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অথচ চাঁপাইনবাবগঞ্জ জেলার ইজারাদার ফিরোজ ও তার ম্যানেজার রিংকু ইজারা নীতিমালা ভঙ্গ করে বিলের জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।
তারা আরও বলেন, ইতোমধ্যে অন্তত ১০ একর (প্রায় ৪০ বিঘা) জমিতে পুকুর খনন করা হয়েছে। এর ফলে বিলের স্বাভাবিক মাছ আহরণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এবং আগামীতে মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
- ভারশোঁ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
- মান্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিদ্দিক হোসেন,
- সহসভাপতি আলাউদ্দিন,
- মৎস্যজীবী দলের সভাপতি নুরুল ইসলাম,
- সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান,
“বিলের জমির শ্রেণি পরিবর্তন কিংবা প্রশাসনিক অনুমোদন ছাড়া যেকোনো ধরনের পুকুর খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে অভিযান চালানো হবে।”
অন্যদিকে, ইজারাদার ফিরোজ ও তার ম্যানেজার রিংকু পুকুর খননের বিষয়ে বলেন,
“পুকুর না খনন করলে মাছ চাষ করব কিভাবে?”
এরপর প্রতিবেদকের সাথে তারা আর কথা বলতে রাজি হননি।
এলাকাবাসী ও মৎস্যজীবীরা প্রশাসনের কাছে দাবি জানান, অবিলম্বে আন্দাসুরা বিলে পুকুর খনন বন্ধ করে প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা রক্ষায় পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।