এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে জমি সংক্রান্ত ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কাপাসিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নেমো ফিলিং স্টেশনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাবেক সেনা কর্মকর্তার বড় ভাই সাখাওয়াত হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার সাফাইশ্রী মোজার সিএস ২৯ ও এসএ ৪৪ এবং ৫৭ খতিয়ানের জমির বৈধ মালিকদের কাছ থেকে তার মা নার্গিস বেগম ১৯৭৩ সালে কবলা দলিলমূলে মোট ২৫.৫০ শতাংশ জমি ক্রয় করেন এবং তাতে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
কিন্তু কাপাসিয়া মধ্যপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন ওই জমির হিস্যার চেয়ে বেশি জমি দাবিদারদের কাছ থেকে গোপনে ১৬ শতাংশ জমি ক্রয় করে নামজারি করে নেন। বিষয়টি জানতে পেরে নার্গিস বেগম আদালতে একটি রেকর্ড সংশোধনের মামলা (নং ৪৪৪/২০২১) দায়ের করেন, যা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদের সামনের একটি দোকানঘর ভাড়াটিয়া ছেড়ে দিলে ইসমাইল হোসেনের নাতি আজহার হোসেন দুলাল দোকানটি দখল করতে তালা লাগিয়ে দেন। পরে পুলিশি উপস্থিতিতে সেই তালা খুলে দখল বুঝিয়ে দেওয়া হয়।
সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, “ঘটনার পর দুলাল সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নাকাটি করে আমাদের পরিবারের বিরুদ্ধে অপমানজনক অপপ্রচার শুরু করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কাগজপত্রের ভিত্তিতেই আইনি সমাধান চাই।”
অন্যদিকে আজহার হোসেন দুলাল দাবি করেন, “৭৩ বছর আগের দলিলে আমরা ঐ জমির ১৬ শতাংশ পাওনার অধিকারী। যার একটি বড় অংশ বর্তমানে সাখাওয়াত হোসেন ও তার ভাইয়েরা দখল করে রেখেছেন। আমিও আইনি পথেই ন্যায়বিচার প্রত্যাশা করছি।”