সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।
গত ১৭ মে (শনিবার) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন:
- কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার
- রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খান
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। সেখানে দুই ওসিকে অন্যত্র বদলির অনুমতির অনুরোধ জানানো হয়। সেই চিঠির ভিত্তিতে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে বদলির অনুমতি প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে:
- ডিআইজি (সিলেট রেঞ্জ)
- পুলিশ সুপার (মৌলভীবাজার)
- আইজিপির স্টাফ অফিস
তবে ঠিক কোন কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। স্থানীয় মহলে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।