কমল কৃষ্ণ দে,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে) সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন এ কার্যক্রম পরিচালনা করে।
নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে—
- অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী,
- দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী,
- তিন অস্বচ্ছল পাহাড়ি পরিবারকে ঢেউটিন,
- ২৫ জন পাহাড়ি ও বাঙালির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা প্রায় ৫০০ জন পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম ও উপ-অধিনায়ক মেজর মাসুদ খান উপস্থিত থেকে সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম বলেন,
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।