আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হেভিওয়েট প্রার্থী হিসেবে দলীয়ভাবে প্রস্তাব পেয়েছেন আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব ও ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলার জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই প্রস্তাব গৃহীত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রতিনিধি, তৃণমূল নেতাকর্মী ও অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সর্বসম্মতভাবে মাওলানা সৈয়দ তামীম আহমদকে আসন্ন সংসদ নির্বাচনে জমিয়তের প্রার্থী হিসেবে তালিকায় শীর্ষে রাখার পক্ষে মত দেন। নেতারা জানান, সম্প্রতি এপ্রিল ও মে মাসে দেশে অবস্থানকালে মাওলানা তামীম আহমদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সফর করে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন এবং স্থানীয় নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
বৈঠকে বক্তারা বলেন, “সুনামগঞ্জ-৩ আসন ঐতিহ্যগতভাবে জমিয়তের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই আসনে জমিয়তের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কয়েক দফায় বিজয়ীও হয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষা ও শক্ত অবস্থান ধরে রাখতে হাফিজ তামীম আহমদই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।”
তবে বিকল্প প্রার্থী হিসেবে আরও দুইজনের নাম প্রস্তাব করা হয়, যাঁরা হলেন—সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক এবং ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম কামালী সিতু। যদিও উপস্থিত অধিকাংশ নেতাকর্মী তামীম আহমদের পক্ষেই ঐক্যমত পোষণ করেন।
উল্লেখ্য, মাওলানা সৈয়দ তামীম আহমদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি শিক্ষা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দেশীয় সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আগামী নির্বাচনে জমিয়তের জন্য একটি বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।