গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে সাবেক কাউন্সিলর মোঃ জিলাল উদ্দিন (৪৫) ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, ধর্মীয় অনুষ্ঠান নিয়ে ফেসবুকে অপমানজনক মন্তব্যের জেরে এই হামলার সূত্রপাত।
ভুক্তভোগী মোঃ জিলাল উদ্দিন বলেন, গত ৬ জুলাই রাতে স্থানীয় আবুল হাসেম জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে এক মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এর পরদিন ৭ জুলাই দুপুরে তিনি বাড়ির গেটের সামনে জয়নাল আবেদীনকে জিজ্ঞাসা করেন তার ছেলের মাহমুদুল হাসান হৃদয় ফেসবুকে “ধর্ম ব্যবসায়ী” বলে কটূক্তি করার বিষয়ে। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং অন্য বিবাদীদের ডেকে আনে।
অভিযোগে বলা হয়, বিবাদীসহ আরও অজ্ঞাতনামা ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে জিলাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। মোঃ আঃ আউয়াল ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেয়, বিবাদী গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তার বড় ভাই হাজী ইউনুছ আলী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এ হামলায় দুই ভাইই গুরুতর আহত হন।
অভিযুক্ত মোঃ আঃ আউয়াল জানান, জিলাল উদ্দিন দুলারে নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, দুই পক্ষ হতে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।