আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী এয়ারআলী জামে মসজিদের নতুন খতীব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রখ্যাত ফকিহ মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।
গতকাল ৮ মহররম ১৪৪৭ হিজরি, জুমার দিন, নগরীর মতিয়ারপোলস্থ কমার্স কলেজ রোডের এ মসজিদে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয় মসজিদ পরিচালনা কমিটি। কমিটির সভাপতি হাজী মুহাম্মদ আলী সওদাগর, মোতাওয়াল্লী হাজী মহসিন আলী, সহকারী মোতাওয়াল্লী হাজী নওশাদ আলী ও সহ-সভাপতি হাজী আবদুর রহিম ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী শাহজাহান বাবুল, হাজী ইব্রাহিম বোদো, আবদুল মান্নান, নুর আলী সদ্দার, রায়হানুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ রাশেদ মোর্শেদ, কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
জুমার খুতবায় মুফতি ওমাইর রিজভী পবিত্র আশুরার ফজিলত ও আহলে বাইতের মর্যাদা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। খুতবার পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।