মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সদরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
নিহত সাম্য সম্পর্কে
উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সম্প্রতি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নির্মমভাবে নিহত হন, যা ছাত্রসমাজসহ সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সমাবেশে উপস্থিত ও বক্তব্য
সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, ফয়সাল খান, মশিউর রহমান, সজীব মুন্সি এবং কলেজ ছাত্রদলের সভাপতি শামিম শিকদার, সাধারণ সম্পাদক হাসান সরদার, সিনিয়র সহ-সভাপতি ইকরামুল মোল্লা, সহ-সভাপতি শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফারিন খান হেলাল প্রমুখ।
বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি ন্যক্কারজনক ও পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।