লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, স্থানীয় কৃষক মো. তারেক মিয়া, বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং এলাকার কৃষক-কৃষাণীরা।
আলোচনা সভায় মসলার উন্নতজাতের চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা কৃষকদের উন্নত বীজ, সার ও কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এ সময় কৃষকরা তাদের অভিজ্ঞতা ও চাষাবাদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়।