সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে ইসলাম ও আলেম উলামাদের নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য ও আল্লামা আতহার আলী (রহ:) কে নিয়ে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্ত্যবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামিয়া ইমদাদিয়ার প্রাক্তন শিক্ষার্থী ও কিশোরগঞ্জের তাওহীদি জনতা।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাযের পর ঐতিহাসিক শহীদী মসজিদ প্র্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় ।
সমাবেশে বক্তারা বলেন , আল্লামা আতহার আলী র: ও মাওলানা মুসলেহ উদ্দিন সর্ম্পকে ফজলুর রহমান যেসব জঘন্য , অপমান সূচক শব্দ ব্যবহার করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ইসলামী আচার অনুষ্ঠান নিয়ে যেসব কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন সেগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । উক্ত সমাবেশ থেকে ফজলুর রহমান কে অবাঞ্চিত ঘোষনা করা হয় ।
এসময় বক্তব্য রাখেন মাওলানা আনজার শাহ, মাওলানা রহমতউল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন , মাওলানা সিরাজুল হুদা স্থানীয় ইমাম উলামা ও তাওহীদী জনতা ।
হাসিনা গেছে যেই পথে ফজলু যাবে সেই পথে, ফজলু তুমি কুয়ার ব্যাঙ নাচতে গেলে ভাঙ্গবে ঠ্যাং , ফজলুর দুই গালে …… বিক্ষোভ মিছিল থেকে এধরনের স্লোগান দেয়া হয় ।