সাতক্ষীরা প্রতিনিধি :
ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার(১২ মার্চ)দুপুরে সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।
ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন,জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ডা. কাজী ওয়েজ কুরণী,সেক্রেটারি মাও. মো. মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মাও.মুফতি জাফর আহমেদ, ছাত্র-যুব বিষয়ক সম্পাদক মাও.ফজর আলী,ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি আশিক রহমান,সাধারণ সম্পাদক গাজী আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহমিদ আলম,শহর শাখার সভাপতি মোরসালিন বিল্লাহ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম আলামিন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।
এস এম হাবিবুল হাসান