সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ট্রেন্ডারের মাধ্যমে মার্ল্টিপারপাস ও হাওর বিলাশের কাজগুলো
অন্যায়ভাবে না দেয়ার কারনে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তার অপসারনের দাবিতে
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় বিশ্বম্ভপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা
প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন
বিশ্বম্ভপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন। তিনি
বলেন,গত ৫ই আগষ্টের পর উপজেলা সদরে অবস্থিত মাল্টিপারপাস ও হাওর বিলাশের কিছু অংশ ভেঙ্গে
ফেলেছিল কিছু দুস্কৃতিকারীরা। সেই মাল্টিপারপাস ও হাওর বিলাশটি মেরামতের জন্য টেন্ডার
আহবান করা হয়।
এতে নিয়ম নীতি মেনে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেয়ে তারা কাজ
চলমান রেখেছেন। কিন্তু বিগত আওয়ামীলীগের কিছু দোসর ৪ আগষ্টে নিরীহ ছাত্রজনতার উপর
হামলাকারী নুরুল আলম সাগর,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম শাওনসহ ছাত্রলীগ ও
যুবলীগের তারা ট্রেন্ডার ছাড়াই এই কাজগুলো তাদের দিতে ইউএনও মফিজুল হকের নিকট দাবী
করেছিলেন। ইউএনও তাদের অনৈতিক দাবী না মানায় তারা গত ৪ মে রোজ রোববার উপজেলার
কারেন্টের বাজারে ইউএনও মফিজুল হককে র্দূনীতিবাজ তকমা লাগিয়ে তার অপসারনের দাবীতে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন ইউএনও মফিজুল হক একজন সৎ ও যোগ্য প্রশাসনিক কর্মকর্তা। তাকে
জড়িয়ে ফেইসবুক ও বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা মিথ্যা বানোয়াট ও
উদ্দেশ্য প্রনোদিত। অবিলম্বে এই সময় আওয়ামীলীগের নামাংঙ্কিত ব্যাক্তিদের গ্রেফতার করে
কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট দাবী জানান। এ সময় আরো
উপস্থিত ছিলেন,বিশ^ম্ভরপুর উপজেলা সচেতন এলাকাবাসির পক্ষে জাহাঙ্গীর আলম,আবুল
কালাম,আরিফ রব্বানূী হিমেল,কায়েছ তালুকদার,সোহাঙ্গীর তালুকদার,সৈয়দ আকরাম
হোসেন,গোলাম রায়হান,জাহিদ হাসান খাঁন,শাহারিয়ার আলম,মণির হোসেন,সুমন রেজা ও
রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি