লিমন মিয়া, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে সম্পদ (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সম্পদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল কমলা রঙের গেঞ্জি এবং পরনে জিন্স প্যান্ট। গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট।
নিখোঁজ কিশোর সম্পদের বাবার নাম মাছুম। তাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ডিক্রীরবন্দ বাংলাবাজার এলাকায়।
কোনো দয়ালু ব্যক্তি যদি সম্পদের সন্ধান পান, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।