সিলেট প্রতিনিধি :
আজ রবিবার থেকে সিলেটে শুরু হচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরস মাহফিল। হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত এ মাহফিলে দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুরাগী ও আউলিয়াপ্রেমীরা অংশ নিচ্ছেন।
ইতোমধ্যে শুক্রবার রাত থেকেই ভক্তদের আগমন শুরু হয়েছে। মাজার প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে—তিল ধারণের ঠাঁই নেই। আয়োজনে রয়েছে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত এবং শিরণি বিতরণ। মানত অনুযায়ী দান করা হয়েছে টাকা-পয়সা, গরু ও ছাগলও।
ওরস সফল করতে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। মাজার প্রাঙ্গণে শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, “ওরস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ, সিসি ক্যামেরা এবং মোবাইল টিম থাকবে সতর্ক অবস্থানে।”
তিনি আরও বলেন, মোবাইল ফোন ছিনতাই বা প্রতারণা রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সন্দেহভাজন কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদিম মুফতি নিহাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
ওরসকে কেন্দ্র করে সিলেট শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে নিরাপত্তার পাশাপাশি ভক্তদের স্বাস্থ্যসচেতনতা ও শৃঙ্খলার দিকেও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।