সত্যজিৎ দাস,সিলেট প্রতিনিধি:
সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ১১১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মসলার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
অভিযান কিভাবে চালানো হয়?
শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সাজিব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে পীরের বাজার এলাকার বলাকা আবাসিক সড়কে উপস্থিত হন। সেখানে তারা একটি দুমড়ে-মুচড়ে যাওয়া কালো রঙের, রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ ভ্যান পরিত্যক্ত অবস্থায় দেখতে পান, যার চেসিস ও ইঞ্জিন নম্বরও অস্পষ্ট ছিল।
কী ছিল পিকআপে?
তল্লাশি চালিয়ে পুলিশ “SURAJ PREMIUM Jeera” লেখা ৩৭টি বস্তা উদ্ধার করে। প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে জিরা—মোট ১১১০ কেজি ভারতীয় জিরা।
কীভাবে এল এই চোরাই মালামাল?
পুলিশ জানায়, চোরাচালানকারীরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে জিরা এনে শহরে প্রবেশের চেষ্টা করছিল। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপটি দুর্ঘটনায় পড়ে গেলে চালক পালিয়ে যায়।
আইনগত পদক্ষেপ:
ঘটনার পর শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫B(1)(b)/25D ধারা অনুযায়ী এফআইআর নং-১০, তারিখ: ১৫ মে ২০২৫ মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশের বক্তব্য:
পুলিশ মনে করছে, এটি একটি সুপরিকল্পিত চোরাচালান চক্রের অংশ। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা।