আব্দুস সালাম মোল্লা, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে এবার অনুসরণ করা হলো সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতি। উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৯টি ইউনিয়নের ২০টি বিক্রয়কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। লটারি অনুষ্ঠানে ডিলারশিপ প্রত্যাশী ৭৫ জন প্রার্থীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও দবির উদ্দিন বলেন,
“অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে। তাই এবারে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো পক্ষ-বিপক্ষের সুযোগ না থাকে। আশা করি, নির্বাচিত ডিলাররা সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করবেন।”
প্রার্থীদের অনেকেই বলেন,
“প্রতিবার ডিলার নিয়োগে তদবির ও লেনদেনের অভিযোগ উঠলেও এবারের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। আমরা ইউএনওর এ উদ্যোগকে সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ।