পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের চারপাশে রাস্তা ও বাড়িঘর তুলনামূলক উঁচু হওয়ায় মাঠের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্রধান ফটকে কাদা জমে থাকায় বিদ্যালয়ে প্রবেশ করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে যেতে গিয়ে জামাকাপড় নষ্ট হয়ে যায়, বই-খাতাও ভিজে যায়।
এক শিক্ষার্থী জানায়, “মাঠ অনেক নিচু। বৃষ্টি হলেই ক্লাস শুরু হওয়ার আগের সমাবেশ হয় না, খেলাধুলাও করতে পারি না। এখন গ্রীষ্মকাল, তাতেই এই অবস্থা। বর্ষায় তো বিদ্যালয়ে আসাই কঠিন হয়ে যাবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ১,৫০০ শিক্ষার্থী রয়েছে। এটি একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রও। কিন্তু মাঠ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ছাত্রীরা কষ্ট করে ক্লাসে যায়, জামাকাপড় নোংরা হয়, চলাফেরায় বিঘ্ন ঘটে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পরই এই সমস্যাটি চোখে পড়ে। মাঠ নিচু থাকলে ছাত্রীরা প্রথম সমাবেশ, খেলাধুলা ও ক্লাসে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। এ নিয়ে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর মাঠ উঁচু করার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। যতদিন আমি দায়িত্বে আছি, বিদ্যালয়ের এই সমস্যা সমাধানে কাজ করে যাবো।”
বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা দ্রুত মাঠ উন্নয়ন করে সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।