মুক্তাগাছা প্রতিনিধি :
সোমবার মুক্তাগাছা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভার হলরুমে মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ, সহকারী প্রকৌশলী সুকোমল রায়, হিসাব রক্ষক মোহাম্মদ সাইদুর রহমান খাঁন রিপন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৫৯ লক্ষ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয় ১৭ কোটি ৭৬ লক্ষ ৪৩ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয় ৫৫ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার ৮০০ টাকা এবং মুলধন আয় দেখানো হয়েছে ৪ কোটি ১ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে আগত তহবিল দেখানো হয়েছে ৭ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার ৫০০ শত ৬১ টাকা। সব মিলিয়ে বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৬ কোটি ৯৯ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা এবং বাজেটে উদ্বৃত্তের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার ৫০০ শত ৬১ টাকা।
মুক্তাগাছা পৌরসভার প্রশাসক আতিকুল ইসলাম বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট মুক্তাগাছা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতি, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুক্তাগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করে উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য পূরণে তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।