মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলায় একদিনে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোরে পৃথক দুটি স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর ৬টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়িতে লিটন হাওলাদারের ১৭ বছর বয়সী ছেলে সাব্বির হাওলাদারকে তার বসতঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
এর আগে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চকমান ৩ নম্বর ওয়ার্ডের ওমর আলী হাওলাদারের ১৫ বছর বয়সী মেয়ে জবেদা আক্তারকেও নিজ ঘরে একইভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একই দিনে দুইটি ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। দুটি লাশই ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাগুলো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।