বরিশাল সংবাদদাতা:
উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়নে কাজ করছে পূবালী ব্যাংক।
কর্মসূচির আওতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অধীনে গারুরিয়া ইউনিয়নের সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
১৭/৭/২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটের দিকে হেলেঞ্চা সুমিতি বালা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পূবালী ব্যাংক বাকেরগঞ্জ উপশাখার বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার, অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, পূবালী ব্যাংক বাকেরগঞ্জ উপশাখা ব্যবস্হাপক কাজী নাজিউর ( মঞ্জু), গাড়ুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাইউম খান, সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সমাদ্দার, কান্তা হাসান বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন ( রনি)।