জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জয়পুরহাটের ক্ষেতলালে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ ( মার্চ) সকাল ১১টায় ক্ষেতলাল থানা বাজার এলকায় মানববন্ধন করেন তারা।৷ সারাদেশে একের পর ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে তা বন্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। কর্মসুচী সফল করতে সকাল ১০ টা থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী আসতে থাকেন থানা চত্ব্বর এলাকায় ।

এরপর বের হয় এক প্রতিবাদ মিছিল। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন করেন। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না,আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
বিক্ষোভ সমাবেশে ছাত্র প্রতিনিধি মিছিল শেষে বক্তব্য রাখেন, মোঃ শাহীন আলম বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা- পরপর ঘটে আসা ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। আজকে আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। যে দেশে একটা শিশু সুগঠিত নারী হওয়ার আগেই ধর্ষিত হয়, সেই দেশ আমরা চাই না। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না।
এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেনঃ- মোঃ আব্দুল্লাহ আল নোমান যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট, সাইফ আল ইসলাম জাবির যুগ্ন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট, আবু কাশেম যুগ্ন সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট, মাহমুদুল হাসান যুগ্ন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট, মোঃ সাজিম,মোঃ ডালিম চৌধুরী সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র-ছাত্রী প্রমুখ।