মোস্তাফিজুর রহমান: “তোমার আমার বাংলাদেশ, ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ রবিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী। তিনি বলেন, “সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। জাতীয় ভোটার দিবস সেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
এছাড়া আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সাহেনা বেগম ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার আতাউর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে ভোটারদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং নতুন ভোটারদের নিবন্ধন ও সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।