সিংগাইরে মানবিক কল্যান সংঘের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন
মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
“এসো মানবিক কাজে এগিয়ে আসি, দুখী মানুষের মুখে ফোটাই হাসি” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে চারিগ্রাম মানবিক কল্যান সংঘের উদ্যোগে দু’শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, নগদ টাকা, ১ কেজি পোলাউর চাউল, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই ও একটি সোনালী মুরগি।
রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলার চারিগ্রাম চৌরাস্তায়। চারিগ্রাম মানবিক কল্যান সংঘের সভাপতি মো. মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল্লাহ বিন শফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মুহ. মিজানুর রহমান বাদল, মানবিক কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আশরাফ হোসেন, মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক মো. সাকিব হোসেন, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম ও মো. রাজীব হোসেন প্রমূখ।
পরিশেষে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা বলেন, প্রতিবছরের মত ঈদ ছাড়াও সারাবছর চারিগ্রাম মানবিক কল্যান সংঘ অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে ও সাহায্য সহযোগিতা করবে।