কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরন
সামসুল হক জুয়েল, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি :
কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের উদ্যোগে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী তিনটি স্থানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠা কালীন সভাপতি মফিজুর রহমান খান কবি, সহ-সভাপতি মো. মতিউর রহমান, সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ রাশেদুল ইসলাম, আজীবন সদস্য দিলরুবা, প্রতিষ্ঠা কালিন সদস্য মুহাম্মদ ছাদেক হোসেইন, মোহসিন মাহমুদ, মহিউদ্দিন আকন্দ, মোঃ মামুন আহমেদ, সদস্য মোঃ মোমেনুর রহমান, হাফিজউল্লা, আব্দুল কাদির, মুক্তারপুর ইউনিয়নের ২ং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমানুল হক খান, প্রফেসর ইয়াহিয়া মিয়া, মামুন মাষ্টারসহ অনান্য সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান খান কবির বলেন, সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর আমরা সুবিধাবঞ্চিত অসহায়দেরকে ঈদ উপহার দিয়ে থাকি। আমরা চাই সুখে দুখে পাশাপাশি থাকতে, তাই এই আয়োজন।মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া বলেন দীর্ঘদিন ধরেই এই ফোরাম নানানমুখী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বৃক্ষরোপন,অসহায় নারীদের স্বাবলম্বি হওয়ার জন্য সেলাই মেশিন, ছাগল বিতরন, চিকিৎসা সেবায় আর্থিক অনুদান, মেধাবী ছাত্রদের আর্থিক অনুদান সহ অন্যান্য কর্মসুচি।
এবার এসএসসি পরীক্ষায় যারা মেধা তালিকায় থাকবে তাদের জন্য বৃত্তির ব্যাবস্থা করবে এই ফোরাম।