সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনপ্রিয় নেতা এডভোকেট ইমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের আব্দুল মুতলিব কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গত ৭ মার্চ শুক্রবার বিকেল ৪টায় মাহফিলের আগে তিনি কমপ্লেক্সের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম, সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেন এবং কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে মতামত দেন।

এসময় কমপ্লেক্সের পরিচালকবৃন্দ ও ব্যবসায়ী নেতারা এডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা জানান এবং তার সামাজিক ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন। তারা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার জন্য তার প্রতি অনুরোধ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমপ্লেক্সের পরিচালক আনোয়ার আলমগীর, পরিচালক আনোয়ার জাহাঙ্গীর, পরিচালক বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, পরিচালক আনোয়ার মাছুম, পরিচালক আনোয়ার হুমায়ুন, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের প্রশংসা করে এডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, “গোলাপগঞ্জের ব্যবসায়ীরা শুধু অর্থনৈতিক অগ্রগতিতেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।”