মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
”অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এই প্রতিপাদ্য স্লোগানে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮/৩/২০২৫ ইং শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক জাকির জমাদ্দার, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, রেডিও বাংলা এফএম এর জাহিদুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মীরা দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, দিনে দিনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি নারীর উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আজ দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বস্তরে নারীর ক্ষমতায়ন চোখে পড়ার মতো। বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নেও রয়েছে নারীর অংশীদারিত্ব। তারপরও কোথাও কোথাও আজ নারীরা সামাজিক, শারিরীক, মানসিকভাবে হচ্ছে নির্যাতিত। এ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধে নারী, পুরুষ সবাইকে এগিয়ে এসে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, বাকেরগঞ্জ থানার নারী পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।