আব্দুর রহিম রিয়াদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ধর্ষণের শিকার ১৩ বছরের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ভিডিও বক্তব্য ধারণ করে তা ভাইরাল করাসহ সারাদেশের শিশু-নারী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখা।
রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা সদরের স্মৃতি সৌধ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির, ডিমলা উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, নয়ন ইসলাম, মাসুদ ইসলাম প্রমূখ।