নুরুল হক রুনু, নেত্রকোণা প্রতিনিধি:
ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার দশ উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হাবীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মনসুরুল হক পাভেল, সাংগঠনিক সম্পাদক মাহিনূর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নতুন নিয়োগবিধিতে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ধারাবাহিক পদোন্নতি নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, মাঠপর্যায়ে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থানে থেকে কাজ করে আসছেন তারা। ফলে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে তারা মাঠে নেমেছেন।
এ সময় সংগঠনের নেতারা জানান, দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।