জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
বেতন-ভাতা কাঠামো ও স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, শরীয়তপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার, শরীয়তপুর জেলা সভাপতি নাসির হাওলাদার, সাধারণ সম্পাদক সামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আদলে ন্যায্য বেতন-ভাতা নির্ধারণ এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, এই অবহেলা ও বঞ্চনা থেকে বের হয়ে আসতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।