জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, সারা দেশের ন্যায় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.মাসুদ সরকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল খায়ের। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সুরমা হাই স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার সহ প্রমূখ।