জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার কেন্দুলী মাঝিপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন মিলি আক্তার (২৫) নামে এক মুসলিম নারী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অনশন চালিয়ে যান তিনি। তবে প্রেমিক রতন (২৫) পলাতক রয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহারনামা গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে মিলির ২০২০ সালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে মাহফুজের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে থেকেই মিলির স্বামী মাহফুজের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল।
এদিকে, একই গ্রামে বসবাসের সুবাদে দেড় বছর আগে মিলির সঙ্গে শ্রী সুশীল দাসের ছেলে রতনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর কাছে একটি প্রেমপত্র ধরা পড়ার পর থেকে তাদের দাম্পত্য সম্পর্ক আরও অবনতি হয়। অবশেষে মিলি তার স্বামী ও সন্তান রেখে প্রেমিক রতনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
তবে রতনকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, “একজন মুসলিম নারী হিন্দুর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পরে ভিকটিম আইনি সহায়তা চাইলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। লিখিত অভিযোগ পেয়েছি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”