মোঃ আব্দুল কুদ্দুস,
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মোঃ মানিক মিয়ার দেড় বছরের শিশু কন্যা তানহা খাতুন পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায় আজ রবিবার বিকেলে মা তাসলিমা খাতুন যথারীতি ইফতার দৈরিতে ব্যাস্ত হয়ে পরে।
শিশু তানহা বাড়ির উঠানে খেলাধুলা করছে। কিছুক্ষন পর মা তানহা চোখের আড়াল হলেও মা ভেবেছিল হয়তো সে দাদীর সাথে পাশের বাড়িতে বেড়াতে গেছে। কিন্তু দাদী বাড়িতে এসে তানহা বলে ডাক দিতেই মায়ের চিৎকার চেঁচামেচিতে বাড়ির এবং প্রতিবেশিরা দৌড়ে আসে। এরপর খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশেই পুকুরে শিশু তানহাকে ভাসতে দেখে উদ্ধার স্থানীয় পল্লি চিকিতসক কে দেখায়ে শাহজাদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। তানহার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।