মুহাম্মদ আল্-হেলাল
লোহাগড়া, নড়াইল
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের রামকান্তপুর(রসুলপুর) গ্রামের দিন মজুর মোহাম্মদ হালিম শেখ, পিতা সামছুর রহমান সংসারে একটু সচ্ছলতা আনার জন্য জমিজমা যা ছিল বন্ধক রেখে, ঋণ করে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি চাকরি করে বাড়িতে টাকা পয়সা দিচ্ছিলেন। ২০২২ সালের মার্চ মাসের ৩ তারিখের পর থেকে হালিমের সাথে তার পরিবার আর যোগাযোগ করতে পারছেনা। হালিমের সাথে একই জায়গায় একই গ্রামের আরো কয়েকজন থাকত কিন্তু তারা কেউ হালিমের কি হয়েছে বলতে পারছেনা।

তার পাসপোর্ট নং EF0557975 ভিসা নং E268293889 মালিক: Hamad Amer Bin Omar Sobaie, রিয়াদ, সৌদি আরব। অতি কষ্টে শামিম, আছিয়া, খাদিজা তিন সন্তানকে নিয়ে দিনাতিপাত করছেন হালিমের স্ত্রী। ঈদ আসলে আমার সন্তানদের একটু গোস্ত খাওয়াতে পারিনা। আগে গোষ্ঠী থেকে আমাদের কুরবানীর গোস্ত দিত আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আর দেয়না। আমার পরিবারের আর সচ্ছলতা দরকার নেই আমি আমার স্বামী কে ফেরৎ চাই। কথাগুলো বলছিলেন হালিমের স্ত্রী শাহিদা। হালিমের পরিবার মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্যারের কাছে হালিম কে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেছেন। কোন স্বহৃদয়বান হালিমের অনুসন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোঃ শওকত শেখ। হালিমের ভাই +880 1828-103074